প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলিতে সবচেয়ে বড় টপিক হচ্ছে ইতিহাস। যারা আগে কিছুই পড়েননি এবং হাতে সময় কম তারা নিচের সেকুয়েন্স অনুযায়ী পড়ে ফেলুন। প্...
প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলিতে সবচেয়ে বড় টপিক হচ্ছে ইতিহাস।
যারা আগে কিছুই পড়েননি এবং হাতে সময় কম তারা নিচের সেকুয়েন্স অনুযায়ী পড়ে ফেলুন।

বিশেষভাবে পড়তে হবে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ১৯৫৪ সালের ইলেকশান, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর ইলেকশান, ৭ মার্চের ভাষণ, মার্চ ১৯৭১ এর ঘটনাবলি, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারগণ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ডিসেম্বর ১৯৭১ এর ঘটনাবলি, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী রাষ্ট্র।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ৪ টা হবে।
১২ টা প্রশ্ন হলে এখান থেকে ৬ টা হবে।

৮ টা প্রশ্ন হলে এখান থেকে ১ টা হবে

ইংরেজ শাসন থেকে ইংরেজ লর্ড, ভাইসরয়, গভর্নর, গভর্নর জেনারেল কার কী অবদান/অপকর্ম।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ১ টা হবে।

প্রাচীন বাংলার জনপদ।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ১ টা

১ টা প্রশ্ন পাবেন যদি ৮ টা প্রশ্ন আসে।

COMMENTS